বেনাপোল সীমান্তে তিন কেজি স্বর্ণের বারসহ আটক ৩

Looks like you've blocked notifications!
বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে চারটি স্বর্ণের বার, প্রাইভেটকারসহ এই তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি। ছবি : এনটিভি

যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে দুই কেজি ৯৪০ গ্রামের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারসহ তিন পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার পিরোজপুর গ্রামের সাইদুর রহমান মাজেদ (৩৩), যশোর সদরের বাগডাংগা গ্রামের সাইফুল ইসলাম (৩৬) ও যশোরের শার্শা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মাসুদ চৌধুরী বাবু (৩১)।

আজ বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান।

এই বিজিবি কর্মকর্তা জানান, স্বর্ণ পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের বারোপোতা বাজার এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি এলিয়ন প্রাইভেটকারে থাকা সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে বড় বড় চারটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন দুই কেজি ৯৪০ গ্রাম এবং বাজার মূল্য প্রায় দুই কোটি ৬৫ লাখ টাকা।

এ নিয়ে গত এক বছরে ১১২ কেজি স্বর্ণ আটক আটক করেছে ২১ বিজিবি। যার সিজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা।

এ ব্যাপারে আটক তিন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।