ফিলিং স্টেশনে আগুনে পুড়ে ছাই তেলবাহী লরি ও প্রাইভেটকার
ফরিদপুরে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চার হাজার লিটার ডিজেল ও দুই হাজার লিটার অকটেনসহ তেলবাহী লরি এবং একটি প্রাইভেট কার পুড়ে গেছে। আজ বুধবার (৩০ আগস্ট) সন্ধ্যার দিকে ফরিদপুর শহরের প্রগতি ফিলিং স্টেশনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ফরিদপুর ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস স্টেশনের চিফ স্টেশন ম্যানেজার সুভাস বাড়ৈই বলেন, ‘তেলবাহী একটি লরি থেকে পেট্রোলিয়ামজাত দ্রব্য আনলোড করার সময় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে, কীভাবে আগুনের সূত্রপাত তা তদন্ত করা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত ওই তেলের পাম্পে সন্ধ্যার দিকে হঠাৎ করে বিকট শব্দ হয়। তারপর ওই ফিলিং স্টেশনের তেলের ডিপোর সামনে আগুন জ্বলতে দেখা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রগতি ফিলিং স্টেশনের ম্যানেজার বলেন, ‘লরি থেকে ডিজেল ও অকটেন আনলোড করার সময় হঠাৎ ওই লরিতে আগুন লেগে যায়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’