সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান উল্টে পড়ল অটোরিকশায়, নিহত ১

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান উল্টে অটোরিকশা চালক নিহত হওয়ার পর ঘটনাস্থলে উৎসুক মানুষের ভীড়। ছবি : এনটিভি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যানের চাপায় সালাউদ্দিন নামে একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে একই পরিবারের শিশুসহ আরও চারজন। আজ শুক্রবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পেশায় অটোরিকশা চালক নিহত সালাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। ফতুল্লার  ‍মুসলিম নগর এলাকার আলী মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন তিনি।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, বরিশাল থেকে আসা স্ত্রী, শ্বশুর, শাশুড়ী ও শ্যালককে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসছিলেন সালাউদ্দিন। তারা বিসিক শিল্পনগরী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান হঠাৎ করে উল্টে গিয়ে অটোরিকশার ওপরে পড়ে। এতে ঘটনাস্থলেই সালাউদ্দিন মারা যান। গুরুতর আহত হন অটোরিকশায় থাকা চারজন।

পরে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সৈয়দ আজিজুল হক বলেন, ‘কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেলেও যানটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’