‘মদের বিষক্রিয়া’য় প্রাণ গেল তরুণীর, অসুস্থ আরও ১

Looks like you've blocked notifications!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। এনটিভির ফাইল ছবি

রাজধানীর ভাটারায় মদপানের পর অসুস্থ হয়ে জান্নাত (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। রিমা আক্তার ইমু (২৫) নামে আরও একজন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আজ শনিবার (২ সেপ্টেম্বর) ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।

বাচ্চু মিয়া বলেন, ‘সকালে গুরুতর অবস্থায় তাদের দুজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জান্নাতকে মৃত ঘোষণা করেন। রিমাকে মেডিসিন বিভাগে পাঠানো হয়।’

জানা গেছে, টাঙ্গাইলের বাসাইল উপজেলার নাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা জান্নাত। রিমার বাড়িও একই জেলার দেলদুয়ার উপজেলায়। তারা দুজন সম্পর্কে খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

অসুস্থ রিমার বরাত দিয়ে বাচ্চু মিয়া গণমাধ্যমে বলেন, ‘রাব্বি নামে জান্নাতের এক বন্ধু মিরপুরের বাসিন্দা। থাকেন পুরান ঢাকায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মদের বোতল নিয়ে যান তাদের বাসায়। রাব্বি ও জান্নাত অর্ধেক খেয়ে ফেলেন। পরে রিমাকে খেতে বলে। রিমা প্রথমে খেতে চায়নি। পরে তাদের কথায় একটু খেয়েছেন। এরপর তিনি অসুস্থ হন এবং বমি করেন। এ সময় রিমা অসুস্থ হয়ে ঘুমিয়ে পড়েন। এরপর তিনি আর কিছুই বলতে পারেন না। বেলা ১২টার দিকে উঠে দেখেন, জান্নাত ঘুমাচ্ছেন। রাব্বি কখন চলে গেছে জানতে পারেননি।’

বাচ্চু মিয়া আরও বলেন, ‘অসুস্থতা বেড়ে যাওয়ায় রিমা জান্নাতকে হাসপাতালে যাওয়ার কথা বলেন। কিন্তু জান্নাত রাজি হননি। পরে টঙ্গীর একটি হাসপাতাল যান রিমা। সেখানে রিমাকে স্যালাইন দেওয়া হয়। জান্নাতের জন্যেও বাসায় স্যালাইন নিয়ে যান রিমা। এভাবে শুক্রবার কেটে যায়। শনিবার ভোরে রিমা দেখেন, জান্নাত কথা বলতে পারছে না। তার শরীর খুব খারাপ। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান রিমা। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে এখানে একজনের মৃত্যু হয়। মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’