বিভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান আইনমন্ত্রীর

Looks like you've blocked notifications!
আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক আজ শনিবার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশের মানুষকে আগে মিসকিন বলা হতো। তলাবিহিন ঝুড়ি আখ্যায়িত করা হয়েছিল বাংলাদেশকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। এ দেশের মানুষকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। এসময় তিনি ছোটখাট বিভেদ ভুলে গিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আজ শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে কসবা উপজেলার বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যে ছোটখাট বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহু কষ্ট করে আওয়ামী লীগকে সংগঠিত করে রাষ্ট্রক্ষমতায় গিয়ে বাংলাদেশকে মর্যাদার আসনে আসীন করেছেন।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া নিজে দুর্নীতিগ্রস্থ হওয়ায় বলেছিলেন পদ্মা সেতু দিয়ে গাড়ি চলবে না, সেতু ভেঙ্গে পরবে। অথচ এখন তারাই গাড়ি নিয়ে যায়।’

সভায় বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আনোয়ার করিম শাহরিয়া ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এম জি হাক্কানী প্রমুখ।