হারবাল কোম্পানির চার শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড

Looks like you've blocked notifications!
চাঁদপুরের কচুয়া উপজেলায় হারবাল ওষুধ কোম্পানির চার শ্রমিককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

চাঁদপুরের কচুয়া উপজেলার খিড্ডা এলাকায় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার উপস্থিতি ছাড়া ওষুধ উৎপাদন করার কারণে হারবাল (ইউনানি) কোম্পানির চার শ্রমিককে পাঁচ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন তেতৈয়া এলাকার খিড্ডা মেসার্স হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানি) ইন্ডাস্ট্রি নামে প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাম্মৎ ফোয়ারা ইয়াছমিন।

ফোয়ারা ইয়াছমিন জানান, কুচয়া উপজেলা প্রশাসন ও জেলা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সমন্বয়ে ওই ওষুধ উৎপাদন প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় উৎপাদন কর্মকর্তা এবং মাননিয়ন্ত্রণ কর্মকর্তার অনুপস্থিতিতে চার মহিলা শ্রমিক দ্বারা ওষুধ উৎপাদন করায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

জানা গেছে, হেলমো ফার্মাসিউটিক্যালস (ইউনানি) ইন্ডাস্ট্রি নামে প্রতিষ্ঠানের মালিক মো. মোবারক হোসেন। তিনি ঢাকায় থাকেন।