বরিশালে মসলা কারখানাকে লক্ষাধিক টাকা জরিমানা

Looks like you've blocked notifications!
বরিশাল নগরীর হাটখোলা বাজার মরিচপট্টি এলাকায় ভোক্তা অধিকার বিভাগীয় কার্যালয়ের অভিযান। ছবি : এনটিভি

হলুদ মরিচের গুঁড়ার সঙ্গে রং ও চালের গুঁড়া মিশিয়ে বিক্রির অপরাধে দুটি মসলার কারখানায় অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নগরীর হাটখোলা বাজার মরিচপট্টি এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জানা যায়, কারখানা দুটি দীর্ঘদিন ধরে মসলার ওজন বাড়ানোর জন্য চালের গুঁড়া আর মসলার রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশিয়ে বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অর্থদণ্ডে দণ্ডিত হুমায়ূন মরিচ মিলের মালিক হুমায়ূন জানান, অতিরিক্ত মুনাফার আশায় তাঁরা মসলার ওজন বাড়ানোর জন্য চাল আর রং সুন্দর করার জন্য ভেজাল রং মিশাতেন। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকবেন বলেও জানান তিনি।

অভিযান পরিচালনাকারী ভোক্তা অধিকার বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক অপূর্ব অধিকারী বলেন, চাল ও ক্ষতিকর রঙের সঙ্গে খাওয়ার অনুপযোগী মরিচ ও হলুদ মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল হলুদ-মরিচের গুঁড়া। এমন সংবাদের ভিত্তিতে নগরীর হাটখোলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি মরিচ মিলের মালিককে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপূর্ব অধিকারী আরও বলেন, অভিযুক্ত ব্যবসায়ীরা কান ধরে ভেজালের ব্যবসা করবেন না বলে অঙ্গীকার করেছেন। এসব মসলা মানবদেহের জন্য ক্ষতিকর জানিয়ে ভেজাল রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগিতা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি দল।