দেশে ফিরে বিশ্রামে আছেন খন্দকার মোশাররফ

Looks like you've blocked notifications!
ড. খন্দকার মারুফ হোসেন। ছবি : এনটিভি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সম্প্রতি দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি এখন পুরোপুরি বিশ্রামে আছেন। পরিবারের সদস্যদের বাইরে কারও সঙ্গে দেখা করা থেকে বিরত রয়েছেন। 

আজ বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পরিবারের পক্ষ থেকে বলা হয়, ‘ডাক্তার তাকে আট সপ্তাহ পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে একটু সময় লাগবে। ফলে তিনি এই মুহূর্তে পরিবারের বাইরে কারও সঙ্গে দেখাও করছেন না।’

গত ১৬ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ  নিয়ে বিকেলে বাসায় ফেরেন ড. মোশাররফ হোসেন । ওদিন রাতে হঠাৎ তিনি অনুভব করেন—বাম চোখের কোণার নার্ভে টান লাগছে। চোখে ঝাপসা দেখা শুরু করেন। রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে চিকিৎসকদের পরামর্শে ২৭ জুন সিঙ্গাপুরে নিয়ে যান ছোট ছেলে ড. খন্দকার মারুফ হোসেন। সেখানে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ডাক্তার দেখানো হয়। চিকিৎসক জানান, তার মস্তিষ্কে টিউমার আছে। 

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দেশে ফেরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। আপাতত তিনি গুলশানের বাসায় বিশ্রামে আছেন।

এ বিষয়ে ড. খন্দকার মারুফ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘সিঙ্গাপুরের চিকিৎসক ছয় মাস পর ফলোআপে যেতে বলেছেন। টিউমারটি সঙ্কুচিত হওয়া শুরু হয়েছে। বিশ্রামে থাকলে পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।’