ড. ইউনূস অর্থনীতিবিদ হয়ে শান্তিতে নোবেল পান কেমনে : কবির বিন আনোয়ার
ড. ইউনুস অর্থনীতিবিদ হয়ে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কীভাবে সেটি বোধগম্য নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
এর আগে দলীয় কার্যালয়ে ফিতা কেটে স্মার্ট কর্নার উদ্বোধন করেন কবির বিন আনোয়ার।
মতবিনিময়কালে কবির বিন আনোয়ার বলেন, ‘ড. ইউনুস প্রসঙ্গ স্বাধীনতা বিরোধী শক্তির বানানো একটি বিষয়। তারা সেটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। ড. ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার পেলেন কীভাবে সেটি বোধগম্য নয়। কেননা তিনি একজন অর্থনীতিবিদ। তিনি প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য কাজ করেছেন। তাঁকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দিলে সেটি যুক্তিযুক্ত ছিল। কিন্তু তিনি পেলেন শান্তিতে। তিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে বাংলাদেশের মানুষের খাওয়া-পরার ও আয়ের ব্যবস্থা করেছেন। কিন্তু সেটি অর্থনীতির বিষয়। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাঁর কী অবদান তা বোধগম্য নয়।’
পরে জেলা শিল্পকলা একাডেমিতে স্মার্ট কর্নার বিষয়ে দলীয় নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
এ সময় জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।