বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নড়চড় হয়নি : হোয়াইট হাউস
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদে কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি বলেছেন, বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো নড়চড় হয়নি। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আমরা দেখতে চাই, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পুরোপুরি অনুধাবন করা হয়েছে।’
যুক্তরাষ্ট্র প্রসঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অভিযোগ তুলে ধরেন জন কিরবির কাছে প্রশ্নকারী সাংবাদিক। একইসঙ্গে বিচারপ্রক্রিয়ায় নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের চিঠির কথা তুলে ধরেন। পরে ড. ইউনূস সম্পর্কে কিরবির অবস্থান কী জানতে চান। এরপর জন কিরবি ওই মন্তব্য করেন।
জন কিরবি বলেন, ‘আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তায় সমর্থন করি। আমরা দেখতে চাই, বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্ক্ষাকে পুরোপুরি অনুধাবন করা হয়েছে। এসব আশা-আকাঙ্ক্ষায় তাদের চ্যাম্পিয়ন হতে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাবে।’