ঢাবিতে গাছের ডাল ভেঙে পড়ে রিকশাচালকের মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাবির টিএসসি এলাকায় সামনে গাছের ডাল ভেঙে পড়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। ছবি : এনটিভি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষককেন্দ্র (টিএসসি) এলাকায় গাছের ডাল ভেঙে পড়ে শফিকুল ইসলাম (৪০) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিকশাচালক শফিকুল ইসলামের বাড়ি শেরপুর জেলায় বলে জানা গেছে। এ সময় সাইফুল ইসলাম প্রদীপ নামে এক কাপড় ব্যবসায়ী এবং এক নারী শিক্ষার্থী আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকেলে বৃষ্টির সময় নিহত ওই রিকশাচালক তাঁর রিকশায় থাকা যাত্রীর গায়ে যেন বৃষ্টি না পড়ে সেজন্য পলিথিন মুড়িয়ে দিচ্ছিলেন। তখন হঠাৎ করে গাছের ডালটি তাঁর রিকশার উপর ভেঙে পড়ে। ডালটি ভেঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে এর নিচে চাপাপড়ে থাকাদের উদ্ধার করতে ছুটে আসে আশপাশে থাকা লোকজন। এ সময় তিন-চারজনকে উদ্ধার করা হয়। দেখা যায়, রিকশাচালকের মাথা ফেটে গেছে এবং অন্যরাও আহত। পরে ওই অবস্থায় তাঁদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজনের মৃত্যু হয়েছে এবং দুজন আহত হয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, ‘আমরা একজনের মৃত্যুর খবর পেয়েছি। কিন্তু বিস্তারিত জানতে পারিনি। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’