নরেন্দ্র মোদিকে স্যুভেনির উপহার দিলেন বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ
বঙ্গবন্ধুর নাতনি সায়মা ওয়াজেদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি স্যুভেনির উপহার দিয়েছেন। আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় নয়াদিল্লিতে মোদির বাসভবনে তিনি স্যুভেনির হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম ও নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন।
আজ বিকেলে নয়াদিল্লিতে পৌঁছালে নিজ বাসভবনে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বৈঠক ‘ফলপ্রসু’ হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দেন মোদি। নিজস্ব অ্যাকাউন্টে বাংলা ও ইংরেজিতে দুটি পোস্টে বৈঠকের ছবিসহ তিনি লেখেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। গত ৯ বছরে ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি খুবই সন্তোষজনক। আমাদের আলোচনায় কানেক্টিভিটি, বাণিজ্যিক সংযুক্তি এবং আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত ছিল।’
জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ বেলা ১১টার দিকে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে পৌঁছালে লাল গালিচায় তাকে স্বাগত জানানো হয়। বিকেলে মোদির বাসভবনে এই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে এক্সে ছবিসহ ‘বৈঠক ফলপ্রসু’র কথা পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী।
জি-২০ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করছে ভারত। আর সভাপতির এখতিয়ারেই বাংলাদেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছে দেশটি। প্রধানমন্ত্রী মোদি যে নয়টি দেশকে ‘অতিথি দেশ’ হিসেবে আমন্ত্রণ জানিয়েছেন, বাংলাদেশ ও মরিশাস তাদের অন্যতম। বাকিগুলো হলো—স্পেন, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, ওমান, মিসর ও নাইজেরিয়া।
নয়াদিল্লি সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)