নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Looks like you've blocked notifications!
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশন পাড়ার হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছবি : এনটিভি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী নানান আয়োজনে উদযাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের আয়োজনে আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে নগরীর মিশন পাড়ার হোসিয়ারি সমিতির কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমা আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাসকুল ইসলাম রাজীব ও মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নাসহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ গড়ার ক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদেরকে সমান অধিকার প্রধান করেছেন।’

বক্তারা বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভোটের অধিকার ফিরিয়ে আনা না পর্যন্ত একদফা আন্দোলন অব্যাহত থাকবে। এছাড়া নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানান তারা।

পরে নগরীর মিশন পাড়া থেকে শোভাযাত্রা বের করা হয়। নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে চাষাড়া বিজয়স্তম্ভ ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে গিয়ে শোভাযাত্রা শেষ হয়। এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।