সুনামগঞ্জে সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান

Looks like you've blocked notifications!
সুনামগঞ্জে সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান। ছবি : এনটিভি

সুনামগঞ্জে সাইবার অপরাধের বিরুদ্ধে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তি ও ধামাইল পরিবেশন করেন বিভিন্ন শহরের সংগঠনের শিল্পী, সংস্কৃতিকর্মীরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে এই সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানটির আয়োজন করা হয় ।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক দিপায়ন চৌধুরী ও শিক্ষক  ইলি রানী বৈষ্ণব। সংগীত পরিচালনায় ছিলেন সংগীত প্রশিক্ষক সোহেল রানা। তবলায় সহযোগী করেন ছিলেন অমিত বর্মন।