প্রস্তাবিত আইটি পার্ক স্থানান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে ঘাটাইলে প্রস্তাবিত শেখ কামাল আইটি পার্ক বাস্তবায়নের দাবিতের সংবাদ সম্মেলন। ছবি : এনটিভি

টাঙ্গাইলের ঘাটাইলে প্রস্তাবিত শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার কৃষিমন্ত্রী প্রভাব খাটিয়ে মধুপুরে স্থানান্তর ও ঘাটাইলবাসীকে হেয় করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে ঘাটাইল শেখ কামাল আইটি পার্ক বাস্তবায়ন কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। 

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আইটি পার্ক বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আতিকুর রহমান। এ সময় তাঁদের দাবি বাস্তয়ন এবং ঘাটাইলবাসীকে হেয় ও তাচ্ছিল্য করে দেওয়া অপমানজনক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাককে অবাঞ্ছিত ঘোষণার  হুঁশিয়ারিও দেন তাঁরা। 

লিখিত বক্তব্যে সদস্য সচিব আতিকুর রহমান আরও বলেন, ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি হাইটেক পার্কের অনুকূলে ১২ একর ৭৭ শতাংশ জমি বিনামূল্যে বরাদ্দ দেওয়ার জন্য ঘাটাইল উপজেলা প্রশাসনকে ব্যবস্থা নিতে চিঠি দেয় ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পরে ২০১৮ সালের ৩ নভেম্বর শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের অনুমোদন দেওয়া হয় এবং এক লাখ এক হাজার টাকায় নামমাত্র মূল্যে উপজেলার সন্ধানপুর ইউনিয়নের গৌরিশ্বর মৌজায় ১২ দশমিক ৭৭ একর খাস জমির দলিল সম্পাদনের কাজ শেষ হয়।

আতিকুর রহমান আরও বলেন, পরে জানা যায়—একনেকের সভায় অর্থ ছাড় দেওয়া হয়েছে ঘাটাইলের পার্শ্ববর্তী মধুপুর উপজেলার নামে। বিষয়টি জানার পর আমরা বিভিন্ন সময়ে ঘাটাইলে আইটি পার্ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছি। পরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ঘাটাইলের উপজেলা আওয়ামী লীগের সম্মেলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আইটি পার্কের বিষয়ে তিনি কিছু জানেন না। সেক্ষেত্রে আইটি পার্কটি ঘাটাইল থেকে মধুপুরে স্থানান্তরের প্রশ্নই আসে না। 

আতিকুর রহমান আরও বলেন, আমরা ঘাটাইলবাসী কৃষিমন্ত্রীর এমন বক্তব্যে আশ্বস্ত হই। কিন্তু সম্প্রতি কৃষিমন্ত্রীর আইটি পার্ক ও ঘাটাইলবাসীর নাম উল্লেখ করে তাদের হেয়, তাচ্ছিল্য করে এবং অপমানজন মন্তব্য করে বক্তব্য দেন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে আমরা ঘাটাইলবাসী মর্মাহত হই। আমরা এমন মিথ্যা বক্তব্যের প্রতিবাদ জানাই৷ যেহেতু তিনি আমাদের ঘাটাইলের অধিকার হরণ করেছেন, এর দায়ভার তাঁকেই নিতে হবে। অন্যথায় ঘাটাইলের সাধারণ জনগণ কঠোর আন্দোলনসহ কৃষিমন্ত্রীকে অবাঞ্ছিত ঘোষণা করবে৷

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দিগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ঘাটাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মো. কামাল হোসেন, আইটি পার্ক রক্ষা বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক রাহাত সরকার, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্রমুখ।