সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত ২০ হাজার টাকা

Looks like you've blocked notifications!
সংসদ অধিবেশনের ফাইল ছবি

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) আইনমন্ত্রী আনিসুল হক ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল–২০২৩’ পাসের জন্য সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। তার আগে বিলের ওপর আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধন প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

বিলে বলা হয়, ‘সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের জামানত হবে ২০ হাজার টাকা। বিদ্যমান আইনে সংরক্ষিত আসন শূন্য হলে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করার বিধান আছে। সেখানেও সংশোধনী আনা হচ্ছে। বিলে আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার কথা বলা হয়েছে। এ ছাড়া নারী আসন বণ্টন পদ্ধতিতেও সংশোধন আনার প্রস্তাব করা হয়েছে।’

জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনে সরাসরি ভোটে প্রতিনিধি নির্বাচন হয়, এসব আসনের ক্ষেত্রেও জামানত ২০ হাজার টাকা।