হত্যা মামলার আসামি আখাউড়া ইমিগ্রেশনে গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আটক হত্যা মামলার আসামি মো. বাদল রিয়াজ। ছবি : এনটিভি

দুবাই থেকে ভারত হয়ে দেশে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর থেকে মো. বাদল রিয়াজ (৪৮) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ইমিগ্রেশন করার সময় তাঁকে আটক করা হয়।

বাদল কুমিল্লার তিতাস উপজেলার যুবলীগনেতা জামাল হোসেন হত্যা মামলার আসামি। তাঁর পাসপোর্টটি কালো তালিকাভুক্ত হওয়ায় ইমিগ্রেশন করার সময় পুলিশের হাতে ধরা পড়েন তিনি। তাঁর বাড়ি তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামে।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ হাসান আহমেদ ভুইয়া জানান, বাদল একটি হত্যা মামলার আসামি মর্মে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ বিকেলে তিনি দুবাই থেকে ভারতের আগরতলা হয়ে আখাউড়া ইমিগ্রেশনে আসেন। তার পাসপোর্টটি কালো তালিকাভুক্ত করা হয়। পরে তাঁকে আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্বশত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যুবলীগনেতা জামাল হোসেনকে (৪০) বোরকাপরে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের জিয়ারকান্দি নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তবে গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।