অবৈধ সম্পদ অর্জন : ছয় মাসের জামিন পেলেন সাহেদ

Looks like you've blocked notifications!
মোহাম্মদ সাহেদ। ফাইল ছবি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি মো.আখতারুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর সাহেদের পক্ষে ছিলেন আইনজীবী মো.আমিনুল ইসলাম ও সৈয়দ জাহাঙ্গীর হোসেন।

সম্পদের হিসাব না দেওয়া ও অবৈধভাবে এক কোটি ৬৯ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে দুদকের ঢাকা জেলা সমন্বিত কার্যালয়-১ এই মামলা করেন। 

গত ২১ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার দুদক আইনের ২৬(২) ধারায় সাহেদকে তিন বছরের কারাদণ্ড দেন। এদিকে অস্ত্র আইনের মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ডের দেন আদালত।