হিমাগারমালিককে ১০ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিম এলাকায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে সানফ্লাওয়ার হিমাগার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই জরিমানা করা হয়।
চটের বস্তায় আলু সংরক্ষণের নিয়ম থাকলেও নিয়ম না মেনে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় ও প্রদর্শিত মূল্য তালিকা না থাকায় সানফ্লাওয়ার কোল্ড স্টোরেজকে এই জরিমানা করা হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আলুর বাজার নিয়ন্ত্রণে তদারকিমূলক অভিযানে সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় নিয়ম অমান্য করে প্লাস্টিকের বস্তায় আলু সংরক্ষণ করায় এবং মূল্য তালিকা না থাকায় ওই হিমাগার কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।