টাঙ্গাইলে সাংবাদিকের মায়ের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
টাঙ্গাইলের ভূঞাপুর থানা। ফাইল ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরের নিজ বসতঘর থেকে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। আজ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে পশ্চিশ ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে আজ সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে পরিবার। আর এ বিষয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি থানা পুলিশ।

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার পশ্চিম ভূঞাপুর গ্রামের এই বাড়িতে একাই বসবাস করতেন হত্যাকাণ্ডের শিকার নারী সুলতানা সুরাইয়া। বাহির থেকে তালা লাগানো ঘরের মেঝেতে পড়ে ছিল তাঁর গলাকাটা নিথর মরদেহ।

গতকাল সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা  তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়িতে যায়। ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হলে গেট টপকে ঘরে উঁকি দিয়ে তাঁর মরদেহ দেখতে পায়।

সুলতানা সুরাইয়ার ছেলের দাবি, তাঁদের কোনো শত্রুতা নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ তাঁর। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এক দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে।