পদ্মা সেতু হয়ে ভাঙ্গা-ঢাকা পণ্যবাহী ট্রেনের পরীক্ষামূলক চলাচল

Looks like you've blocked notifications!
পণ্যবাহী ট্রেন পদ্মা সেতু হয়ে ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে পরীক্ষামূলক যাত্রা শুরু করে আজ শনিবার। ছবি : এনটিভি

পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ফরিদপুরের ভাঙ্গা স্টেশন থেকে পরীক্ষামূলক যাত্রা শুরু করেছে পণ্যবাহী ট্রেন। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেনটির যাত্রা শুরু হয়। ট্রেনটিতে পাঁচটি বগিসহ একটি ইঞ্জিন রয়েছে।

ঢাকা-ফরিদপুর রেল প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ বলেন, ‘গতকাল শুক্রবার যাত্রীবাহী ট্রেনের গতি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ শনিবার পাঁচটি পণ্যবাহী বগির একটি ট্রেন দিয়ে আমরা গতি পরীক্ষা করেছি। প্রথম পর্যায়ে আমরা  ৩৫০ মেট্রিক টন পাথর নিয়ে যাত্রা শুরু করেছি। আমরা মাওয়া স্টেশনে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসব। পণ্যবাহী ট্রেনটির সর্বোচ্চ গতি থাকবে ঘণ্টায় ৮০ কিলোমিটার, প্রথম দিকে আমরা সর্বোচ্চ গতিতে যাব না।’

পণ্যবাহী ট্রেনটির পরিচালক পলাশ হোসেন বলেন, ‘আমরা খুবই আনন্দিত গতকাল যাত্রীবাহী ট্রেনের গতি পরীক্ষা সফল হয়েছে। আশা করছি, আজও তেমনটি হবে।’

ফরিদপুর চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট নজরুল ইসলাম বলেন, ‘ফরিদপুর-ঢাকা পণ্যবাহী ট্রেন চলাচলের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের অর্থনীতির মুক্তি আসবে বলে আমরা মনে করি। ব্যবসায়ীরা তাদের পণ্য খুব সহজেই ঢাকায় নিতে পারবে স্বল্প খরচে।’