তারুণ্যের রোড মার্চ এই সরকার পতনের শেষ কর্মসূচি : দুলু
উত্তরাঞ্চলে তারুণ্যের রোড মার্চই হবে এই সরকার পতনের শেষ কর্মসূচি। বগুড়ায় আগামীকাল রোববার (১৭ সেপ্টেম্বর) তারুণ্যের রোড মার্চ সফল করতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ অনুষ্ঠানে আজ শনিবার সকালে এসব কথা বলেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
এসময় তিনি আরও বলেন, সরকার পতন আন্দোলনে পরবর্তীতে উত্তরাঞ্চলে আর কোনও কর্মসূচি করতে হবে না। শেখ হাসিনার সরকার যতদিন না পদত্যাগ করছে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি মাঠে নেমেছে, পতন ঘটিয়েই ঘরে ফিরবে তারা।
এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা ড্যাবের সভাপতি অধ্যক্ষ শাহ মো. শাহজাহান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও গাবতলী উপজেলায় পৌর বিএনপির পক্ষ হতে আগামীকালের রোড মার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।