দয়া করে ক্ষমতা ছেড়ে দিন : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
সরকারের পতনের এক দফা দাবিতে আজ শনিবার রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোড মার্চ করেছে বিএনপির তিন সংগঠন। ছবি : এনটিভি

সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানে মানে কথা শুনুন, দয়া করে ক্ষমতা ছেড়ে দিন। অতীত যেভাবে স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছে, আপনাদের পতন সেভাবে ঘটানো হবে। সারা দেশের মানুষ জেগে উঠেছে। জাগরণের তরুণদের নেতৃত্বে বাংলাদেশকে মুক্ত করা হবে।

আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরে ট্রাক স্টেশন মাঠে প্রথম দিনের রোড মার্চ শেষে সমাপনী বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। সরকার পতনের এক দফা দাবিতে রংপুর শহর থেকে দিনাজপুর পর্যন্ত তারুণ্যের রোড মার্চ করেছে বিএনপির তিন সংগঠন। প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ পথে সাতটি পথসভাসহ নয়টি স্থানে বক্তব্য দেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘শেখ হাসিনা সরকার নির্বাচিত নয়। জোর করে ক্ষমতা দখল করে আছে। তারা আবার এক তরফা নির্বাচন করতে চায়। এবার মানুষ ঘুরে দাঁড়িয়েছে। এবার আর আপনার জারিজুরি খাটবে না। দেশের মানুষ ও সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। তাদের আর বোকা বানাতে পারবেন না। শুধু আমরা নয়, সারা বিশ্বের মানুষ বলছে, বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি এবারও হবে না। সুষ্ঠু নির্বাচন দিতে হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আবার পাতানো নির্বাচন করার পাঁয়তারা করছে সরকার। সব আয়োজন করছে। এটা মানুষ মেনে নেবে না।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে সমাপনী সভা সঞ্চালনা করেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বক্তব্য দেন ছাত্রদলের ভারপ্রাপ্ত রাশেদ ইকবাল খান প্রমুখ।

রংপুর দলীয় কার্যলয়ের সামনে থেকে শুরু হয় রোড মার্চ। দিনাজপুর গিয়ে প্রথম দিনের এ কর্মসূচি শেষ হয়। পাগলাপীর বাজার, তারাগঞ্জ বাজার রোড, সৈয়দপুর ট্রাক স্ট্যান্ড, সৈয়দপুর ওয়াপদা মোড়, দিনাজপুরের রানীর বন্দরে এ পথসভা হয়। রোববার সকাল ৯টায় বগুড়া চার রাস্তার মোড় থেকে শুরু করে রাজশাহী শেষ হবে দ্বিতীয় দিনের রোড মার্চ।