শেখ হাসিনার ট্রেনবহরে হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Looks like you've blocked notifications!
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ। ছবি : এনটিভি

পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ করে হামলার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ (৬৫) মারা গেছেন। আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলা কারাগার হাসপাতালে তিনি মারা যান।

নিহত আবুল কালাম আজাদ ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পাকশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তার গ্রামের বাড়ি পাকশীর বাঘইলে। আগামীকাল রোববার তার মরদেহ নিজ বাসভবন ঈশ্বরদীর পাকশীতে আনা হবে।

আজাদের ছোট ভাই আলম জানান, ১৯৯৪ সালে শেখ হাসিনার ট্রেনবহরে গুলিবর্ষণ হামলার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তার ভাই আবুল কালাম জেল হাজতে ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তাকে রাজশাহী জেলা কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তিনি মারা যান। তার দুচোখ অন্ধ ছিল। এ ছাড়া দীর্ঘদিন তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।