নিখোঁজের একদিন পর নদীতে ভেসে উঠল বৃদ্ধের লাশ

Looks like you've blocked notifications!

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ সামছুদ্দিন বেপারীর (৭০) লাশ আজ সোমবার (১৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ধলেশ্বরী নদীতে ভেসে উঠেছে। 

এর আগে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের ফুলহার গ্রামের ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সুলতানার বাবা সামছুদ্দিন বেপারী গরুর ঘাস কাটার জন্য নিজের ডিঙি নৌকায় করে ধলেশ্বরী নদী পার হচ্ছিলেন। এ সময় মদিনার ফুল নামে খালি একটি বাল্কহেড ডিঙি নৌকার ওপর উঠিয়ে দিলে নৌকটি পানিতে তলিয়ে যায় এবং নৌকায় থাকা সামছুদ্দিন বেপারী নিখোঁজ হন। রোববার দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়েও বৃদ্ধের সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে উপজেলার বালুচর এলাকায় ধলেশ্বরী নদীতে লাশটি ভেসে ওঠে।

ফুলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মশিউর রহমান রাসেল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে নিহতের স্বজনরা একটি ট্রলারে করে নদীতে নিখোঁজের সন্ধান করতে গিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালুচর এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

সিরাজদীখান থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে স্রোতের কারণে লাশটি দূরে ভেসে যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ঘাতক বাল্কহেডটি রোববার নারায়ণগঞ্জের ফতুল্লা থানা পুলিশ আটক করেছে।