আন্দোলনে সরকারের নৈতিক পরাজয় হয়েছে : ড. মঈন খান

Looks like you've blocked notifications!
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আজ সোমবার গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা সরকারের অন্যায় কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলন করছি। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। এটাই মানুষের শক্তি। আমরা একটি অপশক্তি রুখে দেওয়ার জন্য লগি-বৈঠার আন্দোলন করিনি। আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। সরকার মানবে কি মানবে না এটা সরকারের ব্যাপার। একটা বিষয় সারা বিশ্বের মানুষ কি বলছে? এই আন্দোলনে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। বিশ্বের কোথাও অপশক্তি টিকে থাকতে পারেনি।

আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান এ কথা বলেন। সংবাদ সম্মলনে বিএনপি ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

দলের সাবেক দুই নেতার অন্য দলে যোগদানের বিষয়ে ড. মঈন খান বলেন, ‘বিএনপিতো বাকশাল নয়। বিএনপি সবাইকে স্বাধীনতা দেয়। যার যার ইচ্ছা মতো দল করবে। যার ইচ্ছা নতুন দল করতে চায়, করবে। আমরা সারা দেশের মানুষকে জোর করে বলবো তোমরা একটাই দল করবে, শুধু বিএনপিই করবে, সেই রাজনীতি বিএনপি করে না।’

নির্বাচনের আগে দল ভাঙা গড়ার খেলা থাকে, দলের কিছু নেতাকে নিয়ে ভোটের বৈধতা দেওয়া বা অংশগ্রহণমূলক করার প্রক্রিয়া থাকে এমন প্রসঙ্গে বিএনপর এই নেতা বলেন, ‘আমাদের দল (বিএনপি) থেকে ৩০০ আসনের সংসদে একজন যোগ দিয়েছে তাতে কি সরকারের বিরাট কোনো বিজয় হয়েছে?’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।