অস্ত্রোপচার ছাড়াই পেট থেকে পিন অপসারণ

Looks like you've blocked notifications!
অস্ত্রোপচার ছাড়াই পেট থেকে বের করে আনা পিন। ছবি : এনটিভি

পিন মুখে নিয়ে হিজাব পরিধান করতে গিয়ে অসাবধানতাবশত পিনটি গিলে ফেলেন ১৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রী। পরে কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই পেট থেকে পিনটি বের করে আনেন এক চিকিৎসক। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৭ সেপ্টেম্বর)   কিশোরগঞ্জের হোসেনপুর গোবিন্দপুর ইউনিয়নে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) তথ্যটি নিশ্চিত করেছেন।

ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল ৮টার দিকে মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পিন মুখে নিয়ে হিজাব পরিধান করছিলেন ওই ছাত্রী। একপর্যায়ে অসাবধানতাবশত পিনটি গিলে ফেলেন তিনি। ভয়ে সারা দিন কিছুই খাননি এবং পেটে হালকা ব্যথা হয়েছিল। পরে তাঁর অভিভাবকরা সন্ধ্যার পর তাঁকে জেলা শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে যান।

ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) জানান, ‘আমার কাছে আনার পর এক্স-রে করে পজিশন দেখি। পরে জ্ঞান রাখা অবস্থায় অপারেশন ছাড়াই ওই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে।’

ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) সবাইকে পরামর্শ দিয়ে বলেন, ‘হিজাব পরতে গিয়ে কখনোই হিজাবের পিন মুখে নিবেন না। বাচ্চারাও অনেক সময় পয়সা বা অন্য কিছু খেয়ে ফেলে। তাই শিশুদেরও এসব বিষয়ে নজর রাখতে হবে যেন মুখে যাতে ধাতব কিছু না রাখে।’