কামরাঙ্গীর চরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ

Looks like you've blocked notifications!
ঢাকার কামরাঙ্গীর চরে আজ মঙ্গলবার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য আয়োজন করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ। ছবি : এনটিভি

ঢাকার কামরাঙ্গীর চরে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য আয়োজন করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) মরহুম আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ব্যতিক্রমধর্মী এই আয়োজন করেছে কামরাঙ্গীরচর দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসা ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জের সাফওয়ান জেনারেল হাসপাতালের পরিচালক ডা. নাজমুল ইসলাম মাহমুদ, স্বাস্থ্যসেবা প্রশিক্ষণের উদ্বোধন করেন অ্যাডভোকেট মোহাম্মদ ইদ্রিস আলী, প্রশিক্ষণ পরিচালনা করেন দাওয়াতুল কোরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুক্তি মোহাম্মদ আব্দুর রহমান আজাদ, প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন কামরাঙ্গীরচর লালবাগ ও চকবাজার এলাকার তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের গুরুমাতা চামেলি হিজড়া। এতে প্রায় ১০০ তৃতীয় লিঙ্গের সদস্যদের প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ দেন সাফওয়ান জেনারেল হাসপাতালের ডাক্তাররা।

গুরুমাতা চামেলি হিজড়া বলেন, ‘তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা সমাজে অবহেলিত। তাই তাদের স্বাস্থ্যসেবার সচেতনতার জন্য এ আয়োজন করা হয়েছে।’

আব্দুর রহমান আজাদ বলেন, ‘সমাজের অবহেলিত জনগোষ্ঠী হচ্ছে তৃতীয় লিঙ্গের সদস্যরা। এদের ধর্মীয়শিক্ষাসহ স্বাস্থ্যসেবা ও অন্যান্য বিভিন্ন বিষয়ের ওপর দাওয়াতুল কোরআন মাদ্রাসা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।’