বরিশালে ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু, নতুন ভর্তি ৪৪২

Looks like you've blocked notifications!
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : এনটিভি

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট ৮২ জনের মৃত্যু হলো। এই সময়ের মধ্যে আরও ৪৪২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে।

মৃতরা হলেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার শাহানুর (৬৫), উজিরপুর উপজেলার আনিস সরদার (৪০) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার ফারুক মোল্লা (৫০)।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন ৪৪২ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ১৪৬ জন, পটুয়াখালীতে ৯৯ জন, পিরোজপুরে ৭২ জন, ভোলায় ৪৯ জন, বরগুনা ৬৭ জন ও ঝালকাঠিতে ৯ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ২০ হাজার ৭৯৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৯৩ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ডা. শ্যামলকৃষ্ণ মণ্ডল জানান, মৃত তিন জনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন। এর মধ্যে বরিশালে ৫৭ জন, ভোলায় ৮ জন, বরগুনায় ৫ জন, পিরোজপুরে ৭ জন ও পটুয়াখালীত ৫ জন।

ডা. শ্যামলকৃষ্ণ মণ্ডল আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।