খাদ্যশস্য আমদানিতে গুণগত মান পরীক্ষা করতে হবে : সংসদীয় কমিটি

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

খাদ্যশস্য আমদানির সময় সুলভ মূল্য ও গুণগত মান যথাযথভাবে পরীক্ষা করতে বলেছে সংসদীয় কমিটি। আজ বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ কথা বলা হয়। 

কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটির সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, পনির উদ্দিন আহমেদ, ফেরদৌসী ইসলাম এবং মোকাব্বির খান অংশ নেন।

বৈঠকে খাদ্যশস্য সম্ভাব্য আমদানির পরিপ্রেক্ষিতে পদ্ধতি ও টেন্ডার ডকুমেন্টস পর্যালোচনা ও সাশ্রয়ী মূল্যে আকাঙ্ক্ষিত পরিমাণ খাদ্যদ্রব্য ক্রয়, সময়োচিত প্রাপ্তি এবং ক্রমবর্ধমান বিদ্যুৎ ও জ্বালানির প্রয়োজন, বিপুল কয়লা, গ্যাস ও ডিজেলের চাহিদাসহ ডলার সরবরাহ সংকোচন পর্যালোচনা করা হয়।

বৈঠকে নদী খননের পর সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং নদীর পানি সংরক্ষণের মাধ্যমে কৃষি কাজে ভূ-পৃষ্ঠের পানির ব্যবহার করে উৎপাদন খরচ হ্রাস ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়।

বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব, সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।