বন্ধ পাটকল পুনরায় চালুর আশ্বাস শ্রম প্রতিমন্ত্রীর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/09/21/mnnujaan-suphiyyaan_0.jpg)
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এনটিভির ফাইল ছবি
বন্ধ ঘোষিত ২৬টি পাটকলের মধ্যে ১০টি পাটকল পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, বাংলাদেশ পাট চাষী ও পাট ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় এই আশ্বাস দেন তিনি।
এ সময় নেতারা বলেন, বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিলে পাট শিল্পে ফিরে আসবে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য। পাট পণ্যের নতুন নতুন উদ্ভাবনীর মধ্য দিয়ে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে। পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুবুল আলম, বাংলাদেশ পাটচাষী ও পাটব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ।