বৃষ্টির পানিতে বৈদ্যুতিক তার, নিহতের ঘটনায় মামলা

Looks like you've blocked notifications!
ডুবে যাওয়া সাত মাসের শিশু হোসাইনকে উদ্ধার করছেন এক ব্যক্তি। ফেসবুকে ভাইরাল ভিডিও থেকে নেওয়া ছবি

রাজধানীর মিরপুরের হাজিরোডের সিরাজিয়া ইসলামিয়া মাদরাসার পাশে জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে শিশুসহ চারজনের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

ওসি মহসিন জানান, গতকাল শুক্রবার রাতে মামলাটি হয়েছে। নিহত রিকশাচালক অনিকের বাবা বাবুল মিয়া এই মামলা করেছেন। এতে অজ্ঞতনামাদের আসামি করা হয়েছে। মামলায় অবেহেলাজনিত ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

বিদ্যুৎস্পৃষ্টের ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার রাতে। এতে নিহতরা হলেন—মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা (২৫) ও তাদের সাত বছরের মেয়ে লিমা। তাদের উদ্ধার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান রিকশা চালক অনিক। এ সময় পানিতে পড়ে যাওয়ায় মিজানের সাত মাস বয়সী সন্তান হোসাইন অলৌকিকভাবে বেঁচে যায়।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, ‘বেঁচে যাওয়া শিশুটি তার মা-বাবাকে খুঁজছে এখন। তবে, এখন সে আমেনা বেগম নামের এক নারীর জিম্মায় রয়েছে।’