চাঁদপুরে পৌণে চার কেজি স্বর্ণসহ দুজন আটক

Looks like you've blocked notifications!
চাঁদপুর মডেল থানার অভিযানে শহরের বঙ্গবন্ধু সড়কের আল-আমিন স্কুলের সামনে থেকে উদ্ধার করা স্বর্ণের বার। ছবি : এনটিভি

চাঁদপুর মডেল থানার অভিযানে তিন কোটি ১৫ লাখ টাকা মূল্যের পৌণে চার কেজি স্বর্ণসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের আল-আমিন স্কুলের সামনে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি করে কালো টেপ দিয়ে মোড়ানো সাতটি স্বর্ণের বার জব্দ করে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—চট্টগ্রামের কোতোয়ালি থানার বিকাশ ধর প্রকাশ সুমন (৪৩) ও নেত্রকোনার কেন্দুয়া থানার মনোরঞ্জন ভৌমিক (৩২)।

এদিকে আজ শনিবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এ বিষয়ে প্রেসব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন।

সুদীপ্ত রায় জানান, বঙ্গবন্ধু সড়কের গুনরাজদী এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করার সময় ফরিদগঞ্জ হতে চাঁদপুর লঞ্চঘাটগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশায় তল্লাশি করা হয়। এ সময় পিছনের সিটে বসা যাত্রীদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে নামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ওই সময় তাদের হেফাজত থাকা সাতটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ করা স্বর্ণের বারের ওজন ৩৫৪ ভরি ছয় আনা পাঁচ রতি। যার  মূল্য আনুমানিক তিন কোটি ১৫ লক্ষ ৩৯ হাজার ৩৭৫ টাকা।

এএসপি সুদীপ্ত রায় আরও জানান, স্বর্ণের বারগুলো বিপ্লব ধর ও লক্ষণ ধর নামের ব্যক্তিদের কাছ থেকে গ্রহণ করে পাচার করার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা। আসামি সুমন দাসের দেহ তল্লাশি করে তার কোমরে নেভী ব্লু রংয়ের কাপড়ের তৈরি বেল্ট খুলে সেটির ভিতরে কালো টেপে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার এবং মনোরঞ্জন ভৌমিকের দেহ তল্লাশি করে তার কোমরে কালো রংয়ের কাপড়ের তৈরি বেল্ট খুলে কালো টেপ দিয়ে মোড়ানো দুইটি স্বর্ণের বারসহ মোট সাতটি স্বর্ণের বার পাওয়া যায়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।