প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স এলে অর্থনৈতিক সমস্যা থাকত না : অর্থমন্ত্রী

Looks like you've blocked notifications!
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ফাইল ছবি

প্রবাসী আয় বাড়লে চলমান অর্থনৈতিক সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ‘রেমিট্যান্স বাড়াতে আমরা কাঠামোগত সংস্কারের পথ খুঁজছি।’

আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘সরকারি আর্থিক ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মশালায় এ কথা বলেন অর্থমন্ত্রী।

বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে আমাদের দেশ থেকে অনেক মানুষ চাকরি নিয়ে বৈধপথেই বিদেশে যাচ্ছেন। যে পরিমাণ রেমিট্যান্স আসার কথা তা আসছে না। আমাদের প্রত্যাশা অনুযায়ী রেমিট্যান্স ঠিকভাবে আসলে দেশে অর্থনৈতিক সমস্যা থাকত না। চলমান সমস্যা আগেই সমাধান হয়ে যেত।’

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, ‘রেমিট্যান্স বাড়ছে না কেন, আমরা তার খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের দেশের অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের পরামর্শ ও মতামত আমরা নিচ্ছি। তাদের যেকোনো পরামর্শ আমরা গ্রহণ করব।’

কর্মশালায় সভাপতিত্ব করেন অর্থ মন্ত্রণালয়ের সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার। বিশেষ অথিতির বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক এবং বিশ্বব্যাংকের গভর্ন্যান্স গ্লোবাল প্রাকটিসের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্র্যাকটিস ম্যানেজার হিশাস ওয়েলি, সাবেক অর্থ সচিব মো. জাকির আহমেদ খান, ড. মোহাম্মদ তারেক, মো. ফজলে কবির, মোহাম্মদ মুসলিম চৌধুরী ও আব্দুর রউফ তালুকদার।