মানিকগঞ্জে মাদক কারবারিতে জড়িত থাকায় দুই যুবকের কারাদণ্ড

Looks like you've blocked notifications!
দণ্ডপ্রাপ্ত যুবক রায়হান ফেরদৌস ওরফে অনন্ত ও সোহেল মিয়া। ছবি : এনটিভি

মানিকগঞ্জ সদর উপজেলায় মাদক কারবারিতে জড়িত থাকায় দুই যুবককে ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাদেরকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বি‌কে‌লে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল এ আদেশ দেন।

সাজাপ্রাপ্তরা হলেন সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বৈতরা গ্রামের রায়হান ফেরদৌস ওরফে অনন্ত (২৫) এবং মানিকগঞ্জ পৌরসভাধীন পশ্চিম দাশড়া গ্রামের সোহেল মিয়া (৪০)।

রায়হান ফেরদৌসকে ছয় মাসের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া সোহেল মিয়াকে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামীমুর রহমান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত দুই ব্যক্তি দীর্ঘদিন এলাকায় মাদক সেবনের পাশাপাশি মাদক ব্যবসা করে আসছিলেন। সোমবার রায়হান ফেরদৌসের বাড়িতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল হেরোইন সেবনের সময় রায়হানকে আটক করে। তার কাছে থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরপর পৌর এলাকার পশ্চিম দাশড়া এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ সোহেল মিয়াকে আটক করা হয়।’

হামীমুর রহমান আরও বলেন, ‘ভ্রাম্যমাণ আদালত ওই দুই ব্যক্তিকে মাদকসেবন ও ব্যবসায় জড়িত থাকায় কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।’