পানিবন্দি ২১৪০ পরিবারে প্রধানমন্ত্রীর ত্রাণ

Looks like you've blocked notifications!
দিনাজপুর পৌর শহরের শান্তিপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ বিতরণ করছেন জেলা ও পুলিশ প্রশাসন। ছবি : এনটিভি

টানা কয়েকদিনের ভারি বর্ষণ ও উজানের ঢলে দিনাজপুরে পুনর্ভবা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এই পানি নদীর তীরবর্তী নিম্নাঞ্চলগুলোর বাড়িঘরে প্রবেশ করেছে। এতে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি হয়ে পড়া মানুষগুলোর কষ্ট লাঘবে তাঁদের পাশে দাঁড়িয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। পৌর শহরের শান্তিপুরে গতকাল সোমবার দিনগত রাত ১২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ নিয়ে হাজির হন জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ।

এ সময় তাঁদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, স্থানীয় জনপ্রতিনিধিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা। এ সময় ওই এলাকার প্রায় ১০০০ পরিবারকে প্রতি বস্তায় ১০ কেজি চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা দেওয়া হয়। 

দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ জেলায় পানিবন্দি পরিবারের সংখ্যা দুই হাজার ১৪০। পানিবন্দি থেকে আশ্রয়কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে এক হাজার ৮৫ জনকে । 

এদিকে পরিস্থিতি মোকাবিলায় পানিবন্দি এলাকাগুলোতে ৫৩ মেট্রিকটন চাল ও এক হাজার ৯০০ জনকে শুকনো খাবার বিতরণ করা হয়। এ ছাড়া নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ১৪০ পরিবারকে গৃহ নির্মাণ বাবদ নগদ চার লাখ ৩২ হাজার টাকা ও ১৪৪ বান্ডিল ঢেউ টিন বিতরণ করা হয়।