অজ্ঞাতপরিচয় মরদেহের কঙ্কাল উদ্ধার

Looks like you've blocked notifications!
শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাশ খান গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শরীয়তপুর সদর উপজেলার উত্তর বিলাশ খান গ্রামের সুমন চৌকিদারের বাড়ির পূর্ব পাশের পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক মরদেহের বিভিন্ন অংশের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় কঙ্কালগুলো উদ্ধার করা হয়।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ জানান, সদর উপজেলার উত্তর বিলাশ খান গ্রামের সুমন চৌকিদারের বাড়ির পূর্ব পাশের পুকুরপাড় থেকে অজ্ঞাতপরিচয় এক মরদেহের বিভিন্ন অংশের কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ রাত ৮টার দিকে কঙ্কালগুলো উদ্ধার করে। সেই সঙ্গে পরনের গেঞ্জি ও একটি মোবাইলফোন পাওয়া যায়। পাঁচ মাস আগে নর বালাখানা গ্রামের  মো. রাকিব হোসেন (২২) নামে এক যুবক  নিখোঁজ হয়েছিলেন। তাঁর পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার সময় উদ্ধার হওয়া এই গেঞ্জি ছিল রাকিবের পরনে। তাই স্থানীয়রা ধারণা করছে, এ কঙ্কাল তাঁর মরদেহের হতে পারে।

ওসি মেজবাহ উদ্দিন আহমেদ আরও জানান, নিখোঁজ রাকিব সদর উপজেলার নর বালাখানা গ্রামের নুরুল  ইসলাম মোল্লার ছেলে। তিনি শহরের সিদ্দিক কসাইয়ের মাংসের দোকানে শ্রমিকের কাজ করতেন। তবে ডিএনএ টেস্ট ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না।  বিষয়টি তদন্ত করা হবে।

ওসি বলেন, কঙ্কালগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পরই এর পরিচয় জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।