নগরবাসীর চলাচল নিশ্চিতে দক্ষিণ সিটির ট্রাফিক টিম

Looks like you've blocked notifications!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন লোগো

ঢাকা মহানগরীর বাসিন্দাদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিতে আদালতের নির্দেশনা বাস্তবায়নে পর্যবেক্ষণের জন্য তিন সদস্যের ট্রাফিক টিম গঠন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) ডিএসসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএসসিসি সচিব আকরামুজ্জামান এই কমিটি গঠন করে একটি দপ্তর আদেশ জারি করেছেন।

সচিব আকরামুজ্জামান জানান, দোকান, হকার, স্টল, বিক্রির জন্য পণ্য প্রদর্শন ফুটপাতে চলাচল বিঘ্ন সৃষ্টিকারী স্থাপনা, অবৈধ যানবাহন পার্কিং, সড়ক ও ফুটপাতে পণ্য, গাড়ি যেন অবস্থান করতে না পারে, সেজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এ কমিটি।

ডিএসসিসি সূত্র জানায়, তিন সদস্যের  ট্রাফিক টিমের আহ্বায়ক করা হয়েছে ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সদস্য সচিব হিসেবে আছেন ডিএসসিসির সহকারী প্রকৌশলী (পুর)। সেইসঙ্গে টিমের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তাকে।