রোড মার্চ কর্মসূচি নিয়ে কিশোরগঞ্জে বিএনপির সংবাদ সম্মেলন

Looks like you've blocked notifications!
ময়মনসিংহ থেকে রোড মার্চ কর্মসূচির সমাপনী সভার প্রস্তুতি নিয়ে কিশোরগঞ্জে আজ শনিবার জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

সরকারের পদত্যাগ ও সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আগামীকাল রোববার ময়মনসিংহ থেকে রোড মার্চ কর্মসূচির সমাপনী সভার প্রস্তুতি নিয়ে কিশোরগঞ্জে জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সমাপনী সভার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের অবহিত করেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

মো. শরীফুল আলম তার বক্তব্যে জানান, রোড মার্চ গতকাল সকালে ময়মনসিংহ থেকে শুরু হয়ে বিকেল ৪টা নাগাদ কিশোরগঞ্জে পৌছার সম্ভাবনা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ও নজরুল ইসলাম খান এবং যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল সমাপনী সভায় বক্তব্য রাখবেন।

পরে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সদর উপজেলার লতিবাবাদ এলাকায় সমাপনী সভার প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন আকিল, জেলা বিএনপির সহ সভাপতি আমিরুজ্জমান, ডা. আতিকুল সারোয়ার, জাহাঙ্গীর আলম মোল্লা, রুহুল হোসাইন, শরীফুল ইসলাম, সিনিয়র সহসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া ও আমিনুল ইসলাম আশফাক উপস্থিত ছিলেন।