চাঁদপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছাত্রদলনেতার মৃত্যু

Looks like you've blocked notifications!
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি : এনটিভি

চাঁদপুরে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওমর ফারুকের (৩৫) মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার ঘাগড়া বাজার নতুন পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন—রাগদৈল গ্রামের আবু তাহের (৬০), আবু তাহেরের স্ত্রী জাবিন খান ও কলাকোপা গ্রামের জোহর আলীর ছেলে নবীর (৩০)। নিহত ওমর ফারুক তেগুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি কচুয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে ঢাকাগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় চারজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুককে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। ওমর ফারুকের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।