সরকার খালেদা জিয়াকে ভয় পায় বলেই বিদেশে চিকিৎসা নিতে দিচ্ছে না : নজরুল ইসলাম খান

Looks like you've blocked notifications!
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গতকাল রোববার কিশোরগঞ্জে দলটির রোড মার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। অতীতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর একাধিক নজির রয়েছে। 

গতকাল রোববার (১ অক্টোবর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জে ময়মনসিংহ থেকে শুরু হওয়া বিএনপির রোড মার্চের সমাপনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ এলাকায় চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

‘সরকার কতটা অমানবিক হলে একজন সিসিইউর রোগীকে জেলখানায় যেতে বলে’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আসল কথা হচ্ছে, সরকার বেগম খালেদা জিয়াকে ভয় পায়। তাই বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিতে চায় না। যদিও অতীতে দণ্ডপ্রাপ্ত ব্যাক্তিকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর একাধিক নজির রয়েছে। এর আগে জামিনে মুক্তি দেওয়া নিয়েও খোড়া অজুহাত দেখিয়ে টালবাহানা করেছিল। সরকার যেকোনো সময় দণ্ডিত ব্যক্তিকে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দিতে পারে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকারের দুর্নীতির কারণে দেশে সাড়ে ১৪ হাজার নতুন কোটিপতি সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নতি হয়নি। তাই সুষ্ঠু নির্বাচন হলে, সরকার শুধু সাড়ে ১৪ হাজার মানুষের ভোট পাবে। বাকি মানুষের ভোট পাবে না। এ কারণেই সুষ্ঠু ভোট দিতে চায় না।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান প্রধান অতিথির বক্তব্য দেন। বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে সমাবেশে দলটির যুগ্মমহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল, সাধারণ সম্পাদক সাঈদ মাহমুদ জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এম এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান উপস্থিত ছিলেন।