ছুটিতে মুখরিত হয় বান্দরবানের পর্যটন স্পট

Looks like you've blocked notifications!
বান্দরবানের অন্যতম পর্যটন স্পট নীলাচল পাহাড়ের চূড়ায় সবুজের সমারোহ অবলোকনে দর্শণার্থীরা। ছবি : এনটিভি

সবুজ শ্যামল পাহাড়ে ঘেরা বান্দরবান। এরই মধ্যে গড়ে উঠেছে নানা পর্যটন স্পট। পর্যটক মাত্রই মন কেড়ে নেয় নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত ঝর্না, বাংলার দার্জিলিং খ্যাত চিম্বুক পাহাড়, নীলগিরি, নীলদিগন্ত, তমাতুঙ্গী, ডিমপাহাড়, প্রান্তিকলেক, বৌদ্ধ টেম্পল। ছুটিতে এসব স্পটগুলোয় বাড়ে ব্যস্ততা। কারণ, পর্যটকদের পদচারণায় স্পটগুলো হয়ে ওঠে কর্মচঞ্চল। 

সম্প্রতি কয়েকদিনের ছুটিতে বান্দরবানে দর্শণার্থীদের ভিড়ে মুখরিত ছিল পর্যটন স্পটগুলো। গত শনিবার ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক নওশিন, শাহরিয়ার, তৌহিদ এনটিভি অনলাইনকে বলেন, বান্দরবান আগেও কয়েকবার এসেছি। কিন্তু এবারের প্রাকৃতির সৌন্দর্য ভিন্ন রকম লাগছে। বৃষ্টিতে পাহাড়ের সৌন্দর্য সত্যিই অসাধারণ। চারদিকে সবুজের সমারোহ। তবে, সড়কগুলো খুবই ভাঙাচূড়া ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পর্যটন জেলার সৌন্দর্য রক্ষায় সড়কগুলো দ্রুত মেরামতের দাবি জানান তারা।

ট্যুরিস্ট পরিবহণ শ্রমিক অমল দাস বলেন, ‘দীর্ঘদিন পর পর্যটকদের ভিড় দেখা গেল। সমিতির প্রায় তিন শতাধিক ট্যুরিস্ট গাড়ির সবগুলোই শুক্রবার-শনিবার দুদিন ভাড়া হয়েছে। পর্যটক থাকলে সরব থাকে এখানকার মানুষগুলো।’

এদিকে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা ছুটিতে রোয়াংছড়ি উপজেলা ব্যতীত বান্দরবান জেলা সবগুলো উপজেলায় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টগুলোর ব্যবসাবাণিজ্য জমে ওঠে। জেলা শহরের অধিকাংশ আবাসিক হোটেলেই পর্যটকে ভরা ছিল।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ‘ভ্রমণ নিষেধাজ্ঞা, সশস্ত্র সন্ত্রাসীদের তৎপরতা, প্রাকৃতিক দূর্যোগসহ নানা কারণে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তবে, কয়েকদিনের টানা ছুটিতে ভিড় জমিয়েছে পর্যটকরা। দর্শণার্থীদের আগমনে ব্যবসাবাণিজ্যও চাঙা হয়ে ওঠেছে মোটামুটি।’

এদিকে, পর্যটকদের নিরাপত্তা ও হয়রানি বন্ধে দর্শনীয় স্থানগুলোতে সার্বক্ষণিক কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। প্রশাসন, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা পর্যটন শিল্পের উন্নয়নে সর্বদা কাজ করছে। পর্যটকদের বাড়তি চাপে সড়কের সুশৃঙ্খলায় কাজ করছে ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশের কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘টানা ছুটিতে বেড়েছে পর্যটক ও গাড়ির বাড়তি চাপ। পর্যটন শহরের সৌন্দর্য বর্ধনে সড়কের সুশৃঙ্খলা রক্ষা ও ভ্রমণকারীদের বিভিন্ন ধরণের তথ্য দিয়ে সহযোগিতার কাজগুলো করছি আমরা।’

এ বিষয়ে বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বলেন, ‘পর্যটকদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে আমাদের কয়েকটি টিম মাঠে রয়েছে । সবগুলো পর্যটন স্পট এবং দর্শণীয় স্থানগুলোর আশপাশে পুলিশের নজরদারি রয়েছে। নিরাপদে স্বাচ্ছন্দে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছে পাহাড়ের আনাচে-কানাচে।’