‘বিদেশে সম্পদের পাহাড় গড়ছে আ.লীগ, দেশের মানুষ না খেয়ে মরছে’

Looks like you've blocked notifications!
বিএনপিনেত্রী বেগম সেলিমা রহমান মঙ্গলবার দিনগত রাতে শরীয়তপুরে রোর্ড মার্চের সমাপনী সমাবেশে বক্তব্য দেন। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের পতন না ঘটাতে পারলে দেশের মানুষ বাঁচবে না, দেশের স্বাধীনতা থাকবে না। এদেশের মানুষের সম্পদ লুটে নিয়ে আওয়ামী লীগ সরকারের লোকজন বিদেশে সম্পদের পাহাড় গড়েছে। অথচ, দেশের মানুষ না খেয়ে মরছে।’

মঙ্গলবার (৩ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৯টার দিকে শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে রোর্ড মার্চের সমাপনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির এই নেত্রী।

সেলিমা রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশের মানুষকে নিঃস্ব করে দিয়েছে। গুম-খুনসহ এমন কোনো অনাচার নেই, যা তারা এদেশের মানুষের সঙ্গে করে নাই। এদেশের গণমানুষের নেত্রী, তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যেন দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে মুক্ত করতে না পারেন, সেজন্য তাকে মিথ্যা মামলায় কারবন্দি করে রেখেছে। এই মানুষটি বর্তমানে কারাগারে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। নিজেদের মুক্ত করতে চাইলে আগে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার চিকিৎসা নিশ্চিত করতে হবে।’

বেগম সেলিমা আরও বলেন, ‘বিএনপির আন্দোলনের একমাত্র লক্ষ্য হলো আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, দেশের মানুষকে মুক্তি দেওয়া। ফরিদপুর অঞ্চল বেগম খালেদা জিয়ার ঘাঁটি। আমরা এক বছর ধরে আন্দোলন করছি, আমরা আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মীকে হারিয়েছি। বিএনপির ২২ জন নেতাকর্মীকে হত্যা করেছে এই স্বৈরাচার সরকার। এরপরেও বিএনপির নেতাকর্মীরা দমে যায়নি। বিএনপির লক্ষাধিক নেতাকর্মী কারাগারে রয়েছেন। এই সরকার গুম করছে, হত্যা করছে, গায়েবানা মামলা করছে। তারপরেও তারা বেগম খালেদা জিয়া, দেশের মানুষকে ভালোবেসে বিএনপির পতাকা সমুন্নত রাখছেন।’

সেলিমা রহমান বলেন, ‘বিএনপির রোর্ড মার্চ কর্মসূচি শেষের দিকে। রোর্ড মার্চে রাজবাড়ির গোয়ালন্দ, ফরিদপুর, গোপালগঞ্জের মুকসুদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের মহাসড়কে মানুষের ঢল নেমেছে। জনগণের এই ঢলের অর্থ হলো, দেশের মানুষ ফ্যাসিবাদী এই আওয়ামী লীগের পতন চায়। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চায়। দেশের জনগণ আজ জেগেছে, কোনো অন্যায় আর হতে দেওয়া হবে না। যে আন্দোলন দেশজুড়ে শুরু হয়েছে, সে আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।’

শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান কিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক এমপি সরদার একে এম নাসির উদ্দিন কালুর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, রোড মার্চের সমন্বয়ক ও বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদসহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক। অন্যান্যদের মধ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট জামাল শরীফ হিরু, কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম, সহসভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, সিরাজুল হক মোল্যা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল খান, মাহবুবব মোরশেদ টিপু মাদবর, মহিউদ্দিন বাদল, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, কামরুল হাসান তালুকদার, জেলা যুবদলের সভাপতি আরিফ উজ্জামান মোল্যা, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সহসম্পাদক রুহুল আমিন মুন্সি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম খায়েরসহ শরীয়তপুর জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।