আবারও কমল স্বর্ণের দাম

Looks like you've blocked notifications!

চার দিনের ব্যবধানে আরেক দফা কমল স্বর্ণের দাম। ভরিপ্রতি এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের নতুন দাম আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) থেকে কার্যকর হবে।

আজ বুধবার (৪ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও পণ্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এমনটি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নতুন করে দাম কমায় কাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৯৭ হাজার ৪৪ টাকা। যা আগে বিক্রি হতো ৯৮ হাজার ২১১ টাকা।