বাঁশখালীতে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চিকিৎসক দগ্ধ

Looks like you've blocked notifications!
দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চিকিৎসক মঈন উদ্দিন মাহমুদ। ছবি : এনটিভি

দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালীতে কর্মস্থলে যাওয়ার পথে সড়কে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক চিকিৎসক দগ্ধ হয়েছেন। আজ বুধবার (৪ অক্টোবর) সকালে পালেগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ ওই চিকিৎসকের নাম মঈন উদ্দিন মাহমুদ( ৪৮)। তিনি বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) হিসেবে কর্মরত। আশঙ্কজনক অবস্থায় তাঁকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আজ সকালে ডা. মঈন উদ্দিন মাহমুদ নিজস্ব প্রাইভেট গাড়ি চালিয়ে কর্মস্থলে আসছিলেন। পালেগ্রাম এলাকায় পৌঁছালে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। সেই সময় দগ্ধ হয়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ডাক্তার মইনুদ্দিনের অধীনে ডা. মঈন উদ্দিন মাহমুদের চিকিৎসা চলছিল। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকায় ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।