মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ রোধে ইমামদের ভূমিকা রাখতে হবে : মির্জা আজম

Looks like you've blocked notifications!
জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ রোধ করতে হলে ইমামদে ভূমিকা রাখতে হবে। কারণ আমাদের মসজিদভিত্তিক সমাজকাঠামোতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন ইমাম। তাই তাঁরা যা বলেন সমাজের সব শ্রেণির মানুষ তাতে গুরুত্ব দেয়। আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে জামালপুরের মেলান্দহে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপজেলা পরিষদ বাল্যবিবাহ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক সেবন রোধে মির্জা আজম অডিটরিয়ামে উপজেলার সব মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মির্জা আজম।

সভায় উপস্থিত ইমাম ও মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপস্থিত সবার কাছে ভোট চেয়ে মির্জা আজম বলেন, আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই তাহলে ইমামদের ভাতা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমি কথা বলব। 

উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামনের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, দিদার পাশা, জামালপুর পৌর মেয়র ছানোয়ার হোসেন, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক মো. জিন্নাহ প্রমুখ বক্তব্য দেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।