ঢাকা কেন্দ্রীয় কারাগারের হাজতির মৃত্যু

Looks like you've blocked notifications!
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার। ফাইল ছবি

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের হাজতি সিদ্দিক শেখ (৪০) মারা গেছেন। আজ শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাচ্চু মিয়া বলেন, ‘কেন্দ্রীয় কারাগারে হঠাৎ সিদ্দিক শেখ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।’

নিহত সিদ্দিক শেখকে হাসপাতালে নিয়ে আসা আমিনুল ইসলাম বলেন, ‘সিদ্দিক শেখ কারাগারে কী মামলায় হাজতি হিসেবে ছিলেন সে বিষয়টি বলতে পারছি না। তার হাজতী নং ৩১৪৯১/২১। তিনি প্রয়াত মুসলিম শেখের ছেলে।’