বিএনপির রোডমার্চে বাবার ছবি দেখে বিষপানকারী ছাত্রলীগনেতার পাশে তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বিএনপির রোডমার্চে বাবার অংশ নেওয়ার ছবি দেখে ক্ষোভে বিষপানকারী রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন ছাত্রলীগের নেতা নীরব ইমনকে (২২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দেখতে যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ইমনের পাশে কিছু সময় কাটান তিনি।
এ সময় তথ্যমন্ত্রী অসুস্থ ছাত্রলীগনেতার চিকিৎসার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি যথাযথ চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হাসপাতালের দায়িত্বশীলদের নির্দেশনা দেন এবং চিকিৎসা ব্যয়ের জন্য ছাত্রলীগনেতার বাবা মোহাম্মদ জহিরের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকার আলকাজ পণ্ডিত বাড়ির নিজ বসতঘরে বিষপান করেন নীরব ইমন। তিনি পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা জহির ইউনিয়ন যুবদলের সহসভাপতি।