দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে : বিইআরসি চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে আজ শনিবার দুপুরে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য দেন বিইআরসি চেয়ারম্যান মো. নূরুল আমিন। ছবি : এনটিভি

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন বলেছেন, দেশে এলপিজির পর্যাপ্ত মজুদ আছে। বেশি দামে বিক্রি করবেন কেন? কেউ গ্যাস বিক্রি করে রশিদ দিবেন না কেন? কেউ রশিদ না দিলে তার থেকে কিনবেন না। দেশে অনেক কোম্পানি আছে কারও, কাছে জিম্মি হওয়ার কারণ নেই।

আজ শনিবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম সংশ্লিষ্ট অংশীজনদের সাথে মতবিনিময় সভায় বিইআরসি চেয়ারম্যান এসব কথা বলেন।

কোথাও ঘাটতি নেই জানিয়ে বিইআরসি চেয়ারম্যান বলেন, আমরা ঢাকায় মিটিং করেছি চলতি মাসের দুই তারিখ। তারা বলছে পর্যাপ্ত এলজিপির মজুদ আছে। কেন রাতারাতি বড়লোক হতে গিয়ে দুই নম্বরি করতে হবে। যারা এসব কাজ করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিইআরসি চেয়ারম্যান আরও বলেন, সৎভাবে ব্যবসা করলে কখনোই বিপদ আসবে না। আপনারা অবৈধভাবে ব্যবসা করবেন, মোবাইলকোর্ট এলে দোকান রেখে চলে যেতে বাধ্য হচ্ছেন। আমরা আগামী বছর প্রথম দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাচ্ছি, তখন আর দেশে বিদ্যুৎ সংকট থাকবে না।

এ সময় তিনি অবৈধ বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের উপর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযান পরিচালনা করার নির্দেশ দেন।

সভায় জেলা প্রশাসক কামরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ড. সৈয়দা বদরুন্নহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ বিদ্যুৎ, গ্যাস ও পেট্রোলিয়াম অফিসের কর্মকর্তা এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।