মুন্সীগঞ্জে ট্রলার ডুবি : আরও একজনের মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। ছবি : এনটিভি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হলো। এ ঘটনায় এখনও তিন শিশু নিখোঁজ রয়েছে।  

আজ রোববার (৮ অক্টোবর) সকাল ১০টার দিকে মেঘনা নদীর ষাটনল লঞ্চঘাটের সামনে গাজী বাড়ি এলাকা থেকে সাব্বির নামে একজনের মরদেহ উদ্ধার করেন নৌবাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরা।

নিখোঁজ শিশুরা হলেন মফিজুলের দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), জান্নাতুল ফেরদৌস সাফা (৩) ও সাব্বিরের ছেলে ইমাত (২)। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে ভাসমান অবস্থায় এই ঘটনায় নিখোঁজ জান্নাতুল মারওয়া নামে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

আজ রোববার (৮ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপুরের মতলব উপজেলার ষাটনল এলাকায় মেঘনা নদী থেকে জান্নাতুল মারওয়া (৮) নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে এ ঘটনায় আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। 

বৈরী আবহাওয়ার কারণে গতকাল শনিবার সন্ধ্যায় উদ্ধার অভিযান সাময়িক বন্ধ রাখা হলেও আজ সকাল ৬টা থেকে পুনরায় সমন্বিত উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, বিআইডব্লিটিএ ও নৌ পুলিশ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ অঞ্চলের উপপরিচালক ওবায়দুল করিম বলেন, ‘উত্তাল মেঘনায় তীব্র স্রোত রয়েছে এবং পানির গভীরতা অনেক বেশি। এ কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে।’

গত শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ চিরকিশোরগঞ্জ ফেরিঘাটের অদূরে গজারিয়ার মেঘনা নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় ১১ জন যাত্রী নিয়ে ডুবে যায় আনন্দ ভ্রমণের ট্রলার। এতে নিখোঁজ হন ছয়জন। গতকাল শনিবার সকালে সুমনা আক্তার নামে এক নারীর মরদেহ করা হয়েছিল।